দেহরাদুন: ভারতীয় সেনাবাহিনী হনুমানের মতো ক্ষমতার পরিচয় দিয়েছে। পাকিস্তানের অবস্থা এখন অস্ত্রোপচারের পর অচেতন রোগীর মতো। পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের পর প্রথমবার মুখ খুলে এমনই মন্তব্য করলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর।

পাকিস্তানকে কটাক্ষ করে পর্রীকর বলেছেন, ‘অস্ত্রোপচারের আগে রোগীকে সংজ্ঞাহীন করা হলে অস্ত্রোপচারের পরেও সে বুঝতে পারে না আদৌ অস্ত্রোপচার হয়েছে কি না। সার্জিক্যাল স্ট্রাইকের পরে পাকিস্তানের অবস্থা ঠিক সেরকম। তারা বুঝতেই পারছে না কী হয়েছে। ভারত শান্তি চায়। আমরা বিনা প্ররোচনায় আগ্রাসনে বিশ্বাস করি না। কিন্তু সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযান চালানো বন্ধ হবে না। সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া হয়েছে, ভারতীয় সেনাবাহিনী জানে কীভাবে পাল্টা আঘাত করতে হয়।’

ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করে প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘রামায়নে হনুমান যেভাবে লাফ দিয়ে সাগর পেরিয়ে যাওয়ার আগে নিজের ক্ষমতা সম্পর্কে সচেতন ছিলেন না, ভারতীয় সেনাবাহিনীও সেভাবেই সার্জিক্যাল স্ট্রাইকের আগে নিজেদের ক্ষমতা জানত না। এই অভিযানের পর পাকিস্তান কী প্রতিক্রিয়া দেবে বুঝতে পারছে না।’ প্রতিরক্ষামন্ত্রী এদিন বুঝিয়ে দিয়েছেন, ভবিষ্যতে সন্ত্রাসবাদীরা ভারতে হামলা চালানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ফের অভিযান চালাবে সেনাবাহিনী।