জম্মু: উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার পর এবার ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। বুধবার সন্ধেয় পুঞ্চ সেক্টরের সাবজিয়ান এলাকায় নিয়ন্ত্রণরেখা বরাবর টহলরত ভারতীয় জওয়ানদের লক্ষ্য করে গুলি ছোড়ে পাক সেনারা। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই বলে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন।
পাক বাহিনীর গুলি বর্ষণের পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। চলতি মাসে এনিয়ে তিন-তিনবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। উরি হামলার ২ পরে পুঞ্চ সেক্টরে ভারতীয় জওয়ানদের লক্ষ্য করে গুলি ছোড়ে পাক সেনারা। ৬ সেপ্টেম্বর পুঞ্চে নিয়ন্ত্রণরেখা বরাবর মর্টার হামলা চালায় পাক বাহিনী। ২ সেপ্টেম্বর আখনুর সেক্টরে সেনা ঘাঁটি লক্ষ্য করে পাক সেনারা গুলি ছোড়ে।