শ্রীনগর: নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষবিরতি করল পাকিস্তান। প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র জানান, ভারতের দিকে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। তিনি বলেন, এদিন দুপুর ১২টা নাগাদ জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণঘাঁটি সেক্টরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ছাউনি লক্ষ্য করে গুলি ও মর্টারবর্ষণ করে। পাক বাহিনী এদিন স্বয়ংক্রিয় অস্ত্র ও ৮২ এমএম মর্টার ব্যবহার করে। পাক হামলার সমুচিত জবাব দেয় ভারতীয় বাহিনীও। শেষ খবর পাওয়া পর্যন্ত, দুপক্ষের গুলি বিনিময় চলছে।
নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি ভঙ্গ পাকিস্তানের, জবাব ভারতের
Web Desk, ABP Ananda
Updated at:
12 Mar 2017 03:38 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -