নয়াদিল্লি: ২০১৫ ও ২০১৬ সালে এমন একটা দিনও ছিল না, যেদিন জম্মু ও কাশ্মীর সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেনি পাকিস্তানের সেনাবাহিনী। এই দু বছরে পাক হামলায় ২৩ জন নিরাপত্তারক্ষী প্রাণ হারিয়েছেন। তথ্যের অধিকার আইনে এক প্রশ্নের জবাবে এমনই জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।

২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে জম্মু ও কাশ্মীরে ১,১৪২টি সন্ত্রাসবাদী হামলা হয়েছে। তার ফলে ২৩৬ জন নিরাপত্তারক্ষী এবং ৯০ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। নিরাপত্তারক্ষীদের পাল্টা আক্রমণে ৫০৭ জন জঙ্গির মৃত্যু হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৬ সালে ৪৪৯ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। ২০১৫ সালে এই সংখ্যাটা ছিল ৪০৫। ২০১২ সালে ২২০টি জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল জম্মু ও কাশ্মীরে। ২০১৬ সালে এই সংখ্যাটা বেড়ে হয় ৩২২। এই হামলায় ৮২ জন নিরাপত্তারক্ষী এবং ১৫ জন সাধারণ মানুষের মৃত্যু হয়। ২০১৫ সালে ২০৮টি জঙ্গি হামলা হয়। ৩৯ জন নিরাপত্তারক্ষী এবং ১৭ জন সাধারণ মানুষ প্রাণ হারান। ১০৮ জন জঙ্গিকে খতম করেন নিরাপত্তারক্ষীরা। ২০১৪ সালে জঙ্গি হামলায় ৪৭ জন নিরাপত্তারক্ষী এবং ২৮ জন সাধারণ মানুষের মৃত্যু হয়। পাল্টা আক্রমণে ১১০ জন জঙ্গিরও মৃত্যু হয়। ২০১৩ সালে ১৭০টি জঙ্গি হামলার ঘটনা ঘটে উপত্যকায়। প্রাণ হারান ৫৩ জন নিরাপত্তারক্ষী এবং ১৫ জন সাধারণ মানুষ। ৬৭ জন জঙ্গিকে খতম করেন নিরাপত্তারক্ষীরা। ২০১২ সালে ২২০টি জঙ্গি হামলার ঘটনায় ১৫ জন নিরাপত্তারক্ষী এবং সম সংখ্যক সাধারণ মানুষের মৃত্যু হয়। ৭২ জন জঙ্গিকে খতম করেন নিরাপত্তারক্ষীরা।