জম্মু: রাজৌরিতে পাক সেনার বিনা প্ররোচনায় গুলিবর্ষণে ফের শহিদ হলেন ১ নিরাপত্তারক্ষী। মৃত জওয়ানের নাম বিমল তামাং। ২০ বছরের এই সদ্য যুবক রাইফেলম্যান ছিলেন। এছাড়াও মারা গেছেন রশিদা বি নামে ৬০ বছরের এক মহিলা। পুঞ্চের মেন্ধার সেক্টরে গৌলাদ গ্রামে পাক সেনার গোলার আঘাতে তাঁর মৃত্যু হয়। তাঁর ২২ বছরের মেয়ে নাজমা গুরুতর জখম হয়েছেন, আহত হয়েছেন ২জন সেনাকর্মী। সোমবার সকাল নটা থেকে পুঞ্চ ও রাজৌরি জেলা লক্ষ্য করে গুলি চালাচ্ছে পাক সেনা। বালাকোট সেক্টরে চলছে এই গুলিবর্ষণ, ১২০ ও ৮২ মিলিমিটার মর্টার এবং স্বয়ংক্রিয় ও ছোট বন্দুক দিয়ে পাকিস্তান হামলা চালাচ্ছে বলে ভারতীয় সেনা জানিয়েছে।
সেনাবাহিনীও এর যোগ্য প্রত্যুত্তর দিচ্ছে বলে খবর।
নিয়ন্ত্রণরেখা বরাবর পুঞ্চের মেন্ধার সেক্টরে ভারতীয় সেনা চৌকি ও লোকালয় টার্গেট করেছে পাকিস্তান। দুপুর থেকে হামলা শুরু হয়েছে রাজৌরির বিভিন্ন এলাকাতেও। নিয়ন্ত্রণরেখা বরাবর মানকোট ও বালাকোট এলাকায় গুলিবর্ষণ চলছে, একইসঙ্গে চলছে মর্টার হামলা।
রবিবার রাত নটা থেকে আন্তর্জাতিক সীমান্তেও বিএসএফ চৌকি ও স্থানীয় গ্রামগুলির ওপর শুরু হয় পাক গুলিবর্ষণ। সাম্বা, কাঠুয়া ও জম্মু এলাকায় নাগাড়ে চলে গুলি ছোঁড়া ও মর্টার দাগা।
পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিগুলির ওপর ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর ৬০বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। মুখে তারা বারবার সার্জিক্যাল স্ট্রাইকের কথা অস্বীকার করলেও আচরণেই পরিষ্কার, ওই জখম সহ্য করা কষ্টকর হয়ে উঠেছে তাদের পক্ষে।
সার্জিক্যাল স্ট্রাইকের পর পাক হামলায় এখনও পর্যন্ত ১২জনের মৃত্যু হয়েছে, এঁদের মধ্যে ৯জন নিরাপত্তারক্ষী। আহত হয়েছেন ৪০-এরও বেশি।
পুঞ্চ ও রাজৌরিতে ফের যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, শহিদ ১ নিরাপত্তারক্ষী সহ ২
ABP Ananda, Web Desk
Updated at:
31 Oct 2016 02:51 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -