জম্মু: জম্মু ও কাশ্মীরের রজৌরি সেক্টরে ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। ভারতীয় জওয়ানরাও পাল্টা জবাব দিয়েছেন। কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।


রজৌরির ডেপুটি কমিশনার শাহিদ ইকবান চৌধুরী বলেছেন, ‘গতকাল রাত ১০.৩০ মিনিট নাগাদ রজৌরি জেলার নৌশেরা সেক্টরের বাবা খোরি অঞ্চলে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাক সেনা। সীমান্তের ওপার থেকে হাল্কা আগ্নেয়াস্ত্র ও মিডিয়াম মেশিনগান থেকে গুলি চালাতে শুরু করে পাক জওয়ানরা।’

এ বছরের জুন মাসে ২৩ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাক সেনা। এছাড়া একবার হামলা চালিয়েছিল ব্যাট। দু বার অনুপ্রবেশের চেষ্টাও হয়েছিল। পাক সেনার হামলায় তিন ভারতীয় জওয়ান সহ চারজনের মৃত্যু হয়। ১২ জন জখম হন। এ মাসেও একের পর এক সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। শনিবার রাতেও পুঞ্চ জেলায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাক সেনা। ভারতীয় জওয়ানরা পাল্টা জবাব দিলে দু পক্ষের গুলির লড়াই শুরু হয়। এ মাসে এখনও পর্যন্ত পাক সেনার সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ফলে ৯ জওয়ান সহ ১১ জনের মৃত্যু হয়েছে এবং ১৮ জন জখম হয়েছেন।