জম্মু: ভারতীয় উপমহাদেশে স্থায়ী শান্তি বজায় রাখার স্বার্থে ভারতের উদ্যোগের বদলে পাকিস্তানকেও একই পদক্ষেপ করার আহ্বান জানালেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি ট্যুইট করে বলেছেন, ‘স্থায়ী শান্তির জন্য পাকিস্তানেরও উদ্যোগ দরকার। আমাদের দেশ যখন শান্তি বজায় রাখার লক্ষ্যে রমজান মাসে অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে, তখন পাকিস্তান এই পবিত্র মাসের প্রতি কোনওরকম সম্মান দেখাচ্ছে না। এটা অত্যন্ত দুঃখজনক। সবাইকে বুঝতে হবে, হিংসায় কোনও লাভ হবে না।’



রমজান মাসে জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনার অভিযান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছিলেন মেহবুবা। তাঁর অনুরোধ মেনে নিয়েছে কেন্দ্র। কিন্তু এরপরেই আজ সকালে জম্মু ও কাশ্মীরের আর এস পুরা, আর্নিয়া, সুচেতগড় ও বিষ্ণা সেক্টরে গোলাবর্ষণ ও গুলি চালাতে শুরু করে পাক রেঞ্জাররা। এই হামলায় এক বিএসএফ জওয়ান ও চারজন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। ১২ জন জখম। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই পাকিস্তানকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন মেহবুবা।