নয়াদিল্লি: লিভার প্রতিস্থাপন করার জন্য এক পাকিস্তানি মহিলাকে ভারতে আসার ভিসা দিতে মঞ্জুর করল কেন্দ্র। এদিন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ টুইটারে জানান, আমরা ফরজানা ইজাজকে ভারতে এসে লিভার প্রতিস্থাপন অস্ত্রোপচার করানোর জন্য ভিসা দিচ্ছি।


https://twitter.com/SushmaSwaraj/status/919495442341040129

সম্প্রতি, এম মোহসিন নামে পাকিস্তানের ফৈসলাবাদের বাসিন্দা মহিলার এক আত্মীয় সুষমা স্বরাজের হস্তক্ষেপ চেয়ে আর্জি জানান। তিনি এই মর্মে ভিসা দেওয়ার জন্য বিদেশমন্ত্রীকে টুইটারে অনুরোধ করেন।


https://twitter.com/mohsinsayz/status/918909716230819841

এরপরই, মোহসিনের আবেদন মঞ্জুর করেন সুষমা। প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীর প্রসঙ্গ এবং সীমান্তপার সন্ত্রাস ইস্যু নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে এসে ঠেকা সত্ত্বেও দীর্ঘদিন ধরেই মেডিক্যাল ভিসা মঞ্জুর করে বহু পাকিস্তানি নাগরিকের সহায়তা করে চলেছেন সুষমা স্বরাজ।