নয়াদিল্লি: হজরত নিজামুদ্দিন দরগার প্রধান মৌলানা সৈয়দ আসিফ আলি নিজামি ও তাঁর ভাইপো মৌলবী নাজিম নিজামিকে আটক করা হয়েছে বলে স্বীকার করল পাকিস্তান। তাঁদের বিরুদ্ধে সন্দেহজনক গতিবিধির অভিযোগ এনেছেন পাকিস্তানের গোয়েন্দারা। পাক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই দু জন ধর্মযাজকের উপর নজর রাখা হয়েছিল। তাঁদের গতিবিধির উপর নজর রাখার পরেই আটক করা হয়েছে।


ভারত অবশ্য নিজামিদের অবৈধভাবে পাকিস্তানে যাওয়া এবং সন্দেহজনক গতিবিধির অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে লাহৌরের দাতা দরবার দরগার আমন্ত্রণেই পাকিস্তানে গিয়েছেন নিজামিরা। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, নিজামিদের পরিবারের লোকেরা জানিয়েছেন, আসিফকে করাচিতে যাওয়ার অনুমতি দেওয়া হলেও, ভ্রমণ সংক্রান্ত অসমাপ্ত কাগজপত্র থাকার অভিযোগে নাজিমকে লাহৌর বিমানবন্দরে আটক করা হয়।

এর আগে বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ জানান, নিজামিদের অন্তর্ধান রহস্য নিয়ে ইসলামাবাদের সঙ্গে যোগাযোগ করেছে ভারত। দরগা কমিটিও এ বিষয়ে আলোচনায় বসেছে। নিজামিদের ভারতে ফেরানোর চেষ্টা চলছে।