জম্মু: জম্মু-কাশ্মীরে ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। আজ সকাল ৬.২০ মিনিট থেকেই পুঞ্চের কৃষ্ণাঘাঁটি সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর মর্টার হামলা চালাতে শুরু করে পাক সেনা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। শেষ খবর পাওয়া পর্যন্ত লড়াই চলছে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।


এই নিয়ে দু দিনে দ্বিতীয়বার কৃষ্ণাঘাঁটি সেক্টরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাক সেনা। এর আগে শনিবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন হয়। রবিবার তিনবার জম্মু ও কাশ্মীর সীমান্তের বিভিন্ন জায়গায় বিনা প্ররোচনায় গুলি চালানো হয়। রজৌরি জেলা, সাম্বা জেলার রামগড় সেক্টরে বিএসএফ জওয়ানদের উপর হামলা চালায় পাক রেঞ্জাররা। এ মাসে এখনও পর্যন্ত ৯ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। গত ৭২ ঘণ্টায় তিনবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করা হল।

অন্যদিকে, গতকাল রাতে শ্রীনগরের শরাফ কাদাল এলাকায় সিআরপিএফ-এর বাঙ্কারে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। আহত হন তিন জন নিরাপত্তারক্ষী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত ১০.২০ মিনিট নাগাদ একদন ব্যক্তি সিআরপিএফ বাঙ্কার লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে। তখনই ভিড়ের মধ্যে থেকে একজন গ্রেনেড ছোড়ে। আহত হন ২ সিআরপিএফ জওয়ান ও এক পুলিশকর্মী। সন্দেহভাজন জঙ্গিরাই হামলা চালিয়েছে বলে অনুমান।