নয়াদিল্লি: ৭০-তম সেনা দিবসে পাকিস্তানের উদ্দেশে কড়া বার্তা দিলেন সেনাপ্রধান জেনারেল বিপীন রাওয়াত। তিনি বলেছেন, ‘পাকিস্তানের সেনাবাহিনী অনুপ্রবেশকারীদের রক্ষা করে। আমাদের যদি বাধ্য করা হয়, তাহলে আরও কঠোর ব্যবস্থা নেব। পাকিস্তান নিয়মিত সংঘর্ষ-বিরতি চুক্তি লঙ্ঘন করে। আমরা তার উপযুক্ত জবাব দিই।’


উত্তর-পূর্ব ভারত প্রসঙ্গে সেনাপ্রধান বলেছেন, ‘আমরা সাধারণ মানুষের কথা ভেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালাচ্ছি। তার ফলে উত্তর-পূর্ব ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।’

আজ ৭০-তম সেনা দিবস। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন। আজই আবার কাশ্মীরের দুলাঞ্জা-উরি সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে দিয়েছে সেনাবাহিনী। ৬ জৈশ-ই-মহম্মদ জঙ্গি খতম হয়েছে।