জম্মু: জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে আজ সকালে শেল ও গুলি বর্ষণ করল পাকিস্তান। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ সকাল থেকে পুঞ্চের মাল্টা এলাকায় ভারতের সামরিক বাহিনীর চৌকি ও অসামরিক জায়গাগুলি লক্ষ্য করে নির্বিচারে শেল ও গুলি ছুঁড়তে শুরু করে পাক বাহিনী।
সূত্রের খবর, বিনা প্ররোচনায় পাক বাহিনীর এই গুলি বর্ষণের পাল্টা জবাব দেয় ভারতীয় বাহিনী।
উল্লেখ্য, ২০০৩-র যুদ্ধবিরতি চুক্তি পাকিস্তান বারেবারেই ভাঙছে। ২৮ সেপ্টেম্বর রাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় সেনার জঙ্গিদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইকের পর পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়মিত হয়ে উঠেছে।
নিয়ন্ত্রণ রেখায় ফের যুদ্ধবিরতি ভেঙে ফের গুলি চালালো পাকিস্তান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Oct 2016 10:21 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -