নয়াদিল্লি: নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতীয় এলাকায় বহু স্কুলকে সম্প্রতি নিশানা করেছিল পাক সেনা। এর তীব্র নিন্দা করে ভারতীয় সেনা জানাল, তারা এ ধরনের কাজ কখনও করবে না।
ভাইস চিফ অফ আর্মি স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল সরথ চাঁদ এদিন বলেছেন, পাকিস্তান স্কুলগুলি লক্ষ্য করে গুলি চালিয়েছে।এমন কাজ আমরা করতে পারব না। আমরা যখন পাল্টা জবাব দিই, তখন যাতে পাক সেনাই এর নিশানা হয়, তা নিশ্চিত করি। এটা খুবই দুর্ভাগ্যজনক যে ওরা যে এতটা নিচে নেমে গিয়েছে এবং শিশুদেরও রেহাই দিচ্ছে না।
উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে পাক সেনার ধারাবাহিক যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালানোর জেরে সীমান্ত এলাকার স্কুলগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।
পাক সেনার গোলাগুলি বর্ষণের সাক্ষ্য বয়ে চলেছে এই এলাকার বেশ কিছু স্কুল। পুঞ্চের কারমারা সেক্টরের ফকির দারা স্কুলের দেওয়ালজুড়ে রয়েছে বুলেটের চিহ্ন। দেওয়ালের একাংশ ভেঙেও পড়েছে।
গত সপ্তাহে পাকিস্তানের গুলি চালনোর পর নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন ২৫ টি স্কুল বন্ধ রাখতে বলা হয়েছে। জেলা প্রশাসন অচেনা কোনও বস্তুতে হাত না দিতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আর্জি জানিয়েছে। কেননা, এলাকায় না-ফাটা শেল পড়ে থাকার খবর পাওয়া গিয়েছে।
গত মঙ্গলবার নওসেরা সেক্টরে দুটি সরকারি স্কুলে আটকে পড়েছিল ৫০ জনের বেশি পড়ুয়া ও শিক্ষক। সেনা ও প্রশাসন ওই পড়ুয়া ও শিক্ষকদের নিরাপদে উদ্ধার করে।
পাক সেনার মতো এত নিচে নামতে পারি না, স্কুলকে নিশানা নয়, জানাল ভারতীয় সেনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Jul 2017 06:19 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -