নয়াদিল্লি: পাক অধিকৃত কাশ্মীরের মানুষের দাবি মানা হবে না। কিন্তু সীমান্তের এপারে উস্কানি, অশান্তিতে মদত দেওয়া অব্যাহত থাকবে। শনিবার সীমান্তের ওপারে মুজফফরাবাদ সেক্টরে গিয়ে এমনই বলেছেন পাকিস্তানের সেনাপ্রধান কামার বাজওয়া। পাক সেনাবাহিনীর সংবাদমাধ্যম বিভাগ ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনসের পক্ষ থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, সীমান্ত পরিদর্শনে গিয়ে জওয়ানদের উদ্দেশে বাজওয়া বলেছেন, ‘ভারত হঠকারিতা করলে তার যোগ্য জবাব পাবে। দেশের সামনে নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত যে চ্যালেঞ্জ আছে, সে বিষয়ে আমরা ওয়াকিবহাল। আমরা যে কোনও হামলা ঠেকানোর জন্য তৈরি।’
সম্প্রতি ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেছেন, ভারতীয় সেনাবাহিনী আড়াই জায়গায় যুদ্ধ করতে পুরোপুরি তৈরি। তিনি নির্দিষ্টভাবে কোনও জায়গার নাম করেননি। তবে পর্যবেক্ষকদের মতে, চিন, পাকিস্তান এবং কাশ্মীরে পাক মদতপুষ্ট অশান্তির মোকাবিলা করার কথাই বলেছেন সেনাপ্রধান। তিনি আরও বলেছেন, প্রতিকূল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পদ্ধতিও ভারতীয় সেনাবাহিনীর জানা আছে।
সেনাবাহিনী সূত্রে খবর, পাক সেনাঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার কথাই উল্লেখ করেছেন রাওয়াত। মেজর জেনারেল অশোক নারুলা বলেছেন, গ্রীষ্মকালে তাপমাত্রা বাড়ার ফলে উপত্যকায় বরফ গলতে শুরু করেছে। এই সময় পাকিস্তান থেকে অনুপ্রবেশের আশঙ্কা সবচেয়ে বেশি থাকে। অনুপ্রবেশ ঠেকাতে তৈরি সেনাবাহিনী। সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর তৎপরতা বাড়ার ফলেই পাক সেনাবাহিনী কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদে মদত এবং অশান্তিতে উস্কানি দেওয়ার কথা ঘোষণা করলেন বলে মনে করছে ভারতীয় সেনাবাহিনী।
কাশ্মীরে মদত চলবে, জানিয়ে ভারতকে হুঁশিয়ারি পাক সেনাপ্রধানের
Web Desk, ABP Ananda
Updated at:
10 Jun 2017 09:50 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -