বিনা প্ররোচনায় লাগাতার চলে গোলাগুলি, ভারতীয় সীমান্ত লক্ষ্য করে ক্রমাগত ছোঁড়া হয় ৮২ এমএম এবং ১২০ এমএম মর্টার শেল।পাল্টা কড়া জবাব দেওয়া হয়েছে ভারতের তরফেও।
পাকিস্তানের তরফে ভারতের সীমান্ত লক্ষ্য করে লাগাতার গুলিবর্ষণ চলছে পুঞ্চ, সাহাপুর, কার্ণি, সাউজিয়ান এবং মেন্ধার জেলায়।
বৃহস্পতিবারও রাজৌরি এবং পুঞ্চে নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলায় জেনারেল ইঞ্জিনিয়ারিং ফোর্সের এক শ্রমিকের মৃত্যু হয়এবং আহত দুই ভারতীয় বিএসএফ জওয়ান।
আজ সকাল ৭ টা বেজে ৪০ মিনিটে পুঞ্চের কৃষ্ণাঘাটি সেক্টরেও গুলিবর্ষণ করে পাক সেনাবাহিনী। সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের খবর পাওয়া গিয়েছে নিয়ন্ত্রণ রেখার কাছে বালনোই এবং মানকোটে সেক্টরের কাছেও।