ইসলামাবাদ: পাক অধিকৃত কাশ্মীরের পুলিশ দাবি করেছে, ৩ র এজেন্টকে পাকড়াও করেছে তারা। এঁরা নাকি পাকিস্তান বিরোধী কার্যকলাপে লিপ্ত ছিলেন। এমনটাই দাবি করেছে স্থানীয় একটি সংবাদপত্র।
পাকিস্তানের দাবি, ওই ৩ জন চায়না-পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিইসি টার্গেট করেছিলেন। বিতর্কিত ওই প্রকল্পে কর্মরত চিনা ইঞ্জিনিয়ার, গুরুত্বপূর্ণ নির্মাণ ও যন্ত্রপাতি তাঁদের লক্ষ্য ছিল।
পুলিশের দাবি, অভিযুক্তরা স্থানীয় আব্বাসপুর এলাকার তারোতি গ্রামের বাসিন্দা। মূল অভিযুক্তর নাম খলিল, ২০১৪-র নভেম্বরে কাশ্মীর এসেছিলেন তিনি। তখন তাঁর সঙ্গে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা র-এর কর্মীদের পরিচয় হয়। বাকিরা হলেন ইমতিয়াজ আর রশিদ।
সিপিইসি, চিনা ইঞ্জিনিয়ারের পাশাপাশি রাওয়ালাকোটের সেনা হাসপাতালও নাকি টার্গেট করেন এঁরা।
এঁদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ও বিস্ফোরক আইনে অভিযোগ আনা হয়েছে। এই ৩ জন নাকি দাবি করেছেন, ভারতীয় সেনা আধিকারিকরা ও র-এর মেজর রঞ্জিত, মেজর সুলতান সহ কয়েকজন অফিসার তাঁদের সঙ্গে যোগাযোগ রাখতেন। ভারতীয় সেনা ও র-এর সঙ্গে দেখা করতে বেশ কয়েকবার নিয়ন্ত্রণরেখা পেরিয়েছেন এঁরা।
গত বছর আব্বাসপুরে এঁরা নাকি একটি বিস্ফোরণও ঘটিয়েছিলেন। এঁদের সন্ত্রাসবিরোধী আদালতে পেশ করা হবে।
ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট তকমা দিয়ে ৩ জনকে গ্রেফতার করল পাক অধিকৃত কাশ্মীর পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Apr 2017 12:54 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -