নয়াদিল্লি: কাশ্মীর নিয়ে সীমান্তপারের উদ্বেগ কমার কোনও লক্ষণ নেই। পাকিস্তান জঙ্গিদের মদত দিচ্ছে বলে দিল্লির অভিযোগের পর এবার ইসলামাবাদ উপত্যকায় অশান্তির যাবতীয় দায় চাপানোর চেষ্টা করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘাড়ে। পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা মহম্মদ আসিফ টুইটারে অভিযোগ করেছেন, গুজরাত দাঙ্গার ‘মডেলে’-ই মোদী কাশ্মীর থেকে মুসলিমদের ‘নিশ্চিহ্ন’ করতে চাইছেন।
এর আগে শুক্রবার পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ খতম হওয়া জঙ্গি বুরহান ওয়ানিকে ‘শহিদ’ বলে দাবি করেন। বলেন, কাশ্মীরীদের ওপর ‘অত্যাচারে’-র বিরোধিতায় ১৯ জুলাই কালা দিবস পালন করবে পাকিস্তান। এমনকী কাশ্মীর ইস্যুর আন্তর্জাতিকীকরণ করার মরিয়া চেষ্টায় শুক্রবার ইসলামাবাদ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলির রাষ্ট্রদূতদের ডেকে উপত্যকায় ভারতীয় সেনার ‘অত্যাচারে’-র ব্যাপারে তাঁদের ওয়াকিবহাল করেছে। আসিফের টুইটের কোনও প্রতিক্রিয়া দেয়নি দিল্লি, তবে পাক মন্ত্রিসভা যেভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টা করেছে, তার কড়া বিরোধিতা করেছে তারা। কেন্দ্র পরিষ্কার জানিয়েছে, পাকিস্তানের রাষ্ট্রীয় নীতিই হল, সন্ত্রাসবাদকে মদত দেওয়া, যেভাবে তারা জঙ্গিদের মাথায় তোলার চেষ্টা করে, তাতে স্পষ্ট, তাদের সহানুভূতি কোন দিকে।
কাশ্মীর হিংসার জন্য এবার সরাসরি প্রধানমন্ত্রীর দিকে আঙুল তুলল পাকিস্তান
ABP Ananda, Web Desk
Updated at:
16 Jul 2016 09:44 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -