ওয়াঘা: উরির সেনা ছাউনিতে হামলার ঘটনায় জঙ্গিদের গাইড অভিযোগে ধৃত পাক অধিকৃত কাশ্মীরের দুই কিশোরকে প্রায় ছয় মাস পরে ফিরিয়ে দিল ভারত। গতকাল ওয়াঘা সীমান্তে পাক কর্তৃপক্ষের হাতে ওই দুই কিশোরকে তুলে দেওয়া হয়। এনআইএ তাদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের পর বাড়িতে ফিরল তারা।
এনআইএ তদন্তে জানতে পারে, পড়াশোনার জন্য চাপ সৃষ্টি করার মা-বাবার সঙ্গে ঝগড়া করে ফয়জল হুসেন আওয়ান ও এহসান খুরশিদ নামে ওই দুই কিশোর নিয়ন্ত্রণ রেখা টপকে ভারতে চলে আসে। তারা পরস্পরের বন্ধু। এরপর এনআইএ তাদের জম্মুতে সেনা বাহিনীর ১৬ কর্পসের হাতে তুলে দেয়।
গত বছরের ১৮ সেপ্টেম্বর উরি হামলার পর ২৩ সেপ্টেম্বর সেনা ওই দুই কিশোরকে আটক করেছিল। তাদের বিস্তারিত জেরা করা হয়।
এনআইএ জানিয়েছিল, তাদের বয়ান ও মোবাইল ফোনের টেকনিক্যাল প্রযুক্তি, বাজেয়াপ্ত জিপিএস ডিভাইস ও অন্যান্য পারিপার্শ্বিক ঘটনা থেকে যে তথ্য পাওয়া গিয়েছে তাতে ওই দুই কিশোরের জঙ্গি যোগের কোনও প্রমাণ মেলেনি।
উল্লেখ্য, উরিতে জঙ্গি হামলায় ১৯ জওয়ানের মৃত্যু হয়েছিল। ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের কাছ থেকে হাতে নিয়েছিল এনআইএ।
উরির গভালতা গ্রামে আগনুর পোস্টে অনুপ্রবেশের সময় বিএসএফ ও সেনার যৌথ অভিযানে ধরা পড়েছিল তারা। তাদের দিল্লিতে এনআইএ-র সদর দফতরে এনে বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করা হয়।
গতকাল ওয়াঘা সীমান্ত পেরিয়ে ওপারে যাওয়ার আগে ফয়জল ও এহসান বলেছে, আমরা দারুন খুশি। এতদিন পরে বাড়িতে ফিরতে পারছি ভেবে খুব আনন্দ লাগছে।
উরি হামলায় যোগের প্রমাণ মেলেনি: এতদিন পরে বাড়িতে ফিরতে পেরে দারুন খুশি, দেশে ফেরার আগে বলল দুই পাক কিশোর
ABP Ananda, web desk
Updated at:
11 Mar 2017 12:54 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -