নয়াদিল্লি:  ভারতের আসন্ন স্বাধীনতা দিবস পালনে কেন্দ্রীয় সরকারের তরফে একটি ভিডিও তৈরি করা হয়েছিল। সেই ভিডিওতে ভুলবশত একটি পাকিস্তানি যুদ্ধবিমান জেএফ-১৭ ব্যবহার করে ফেলা হয়। ভিডিওতে দেখানো হয়, যুদ্ধবিমানটি ভারতের তেরঙ্গা পতাকা নিয়ে উড়ছে। এই ভিডিও দেখার পরই টুইটারে ঝড় ওঠে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্যে অস্বস্তিতে কেন্দ্র। ভুল বোঝার সঙ্গে সঙ্গে সেই ভিডিও সরিয়েও দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় সরকারের তরফে ভারতের স্বাধীনতা দিবসের ৭০ বছর পূর্তিতে একটি এক মিনিটের ভিডিও পোস্ট করা হয়। সেখানে অ্যানিমেশনের সাহায্যে দেখানো হয় দুটি জেএফ-১৭ যুদ্ধবিমান ভারতের তেরঙ্গা পতাকা নিয়ে উড়ছে। ভিডিওটি টুইটারে দেখে বহু টুইটারাইটরাই ভুলটা দেখিয়ে দেন।

নিজেদের ভুল বোঝার সঙ্গে সঙ্গে ভিডিওটি টুইটার থেকে সরিয়ে দেয় কেন্দ্র। সরকারি এক সূত্রের দাবি, এটা একটি অনিচ্ছাকৃত ভুল। প্রসঙ্গত, ভারতের তেজাস-এর সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বিমান জেএফ-১৭-এর অনেক মিল রয়েছে। কোনও সাধারণ মানুষের পক্ষে এই দুই দেশের যুদ্ধবিমানের পার্থক্য বোঝা সম্ভব নয়।

পাকিস্তানের যুদ্ধবিমান জেএফ-১৭ মূলত চিন এবং পাকিস্তান দুই দেশের যৌথ প্রযুক্তিতে তৈরি হয়। সম্প্রতি, শ্রীলঙ্কা যুদ্ধ বিমান জেএফ-১৭ কেনার ব্যাপারে ভাবনাচিন্তা করলেও, শেষপর্যন্ত তেজাস কেনারই সিদ্ধান্ত নেয়।