নয়াদিল্লি: পাকিস্তানকে নিজের ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদীদের নিরাপদ ডেরা ভেঙে দেওয়ার জন্য আরও অনেক কিছু করতে হবে। বললেন জন কেরি। বুধবার আইআইটি, দিল্লির এক সভায় পাকিস্তানকে ‘নিজেদের মাটিতে বেড়ে ওঠা জঙ্গি গোষ্ঠীগুলির’ বিরুদ্ধে আরও কঠোর হতেও বলেন মার্কিন বিদেশসচিব।


হক্কানি নেটওয়ার্ক, লস্কর-ই-তৈবার মতো গোষ্ঠীগুলির বিরুদ্ধে আগের চেয়ে আরও জোরদার পদক্ষেপ করার ব্যাপারে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে বলেও জানান তিনদিনের ভারত সফরে আসা কেরি। তাঁর স্পষ্ট মত, ডায়েশ, আল কায়েদা, লস্কর ও জয়েশ-ই-মহম্মদের মতো সংগঠনগুলিকে কোনও একটি দেশের পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়।

কেরি বলেন, এ নিয়ে অনেকদিন ধরেই খুব চেষ্টা করছি আমি। নওয়াজ শরিফের সঙ্গে অনেকবার কথা হয়েছে আমার। পাকিস্তানের পশ্চিম প্রান্তে নিরাপদ জঙ্গি ঘাঁটিগুলির ব্যাপারে, কী করে হক্কানি নেটওয়ার্ক ও লস্করের বিরুদ্ধে আরও উপযুক্ত ব্যবস্থা নেওয়া যায়, সে ব্যাপারে কথা হয়েছে। এটা পরিষ্কার যে, সন্ত্রাসবাদী কার্যকলাপে লিপ্ত দেশীয় জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে আরও কঠোর হতে গেলে অনেক কিছু করতে হবে পাকিস্তানকে। খারাপ শক্তিগুলিকে দেশছাড়া করতে সহায়তার জন্য ওদের অবশ্যই আমাদের সঙ্গে কাজ করতে হবে। এরা শুধু ভারত-পাকিস্তান সম্পর্ককেই খারাপ করছে না, আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা কায়েম করায় আমাদের প্রয়াসেরও ক্ষতি করছে।

যদিও কেরি এও বলেছেন যে, সাম্প্রতিক মাসগুলিতে পাকিস্তান এই প্রক্রিয়া জোরদার করেছে।