ব্যতিক্রম, ইফতারে পাকিস্তানি হাইকমিশনারকে ডাকেনি কংগ্রেস, বিজেপির তোপ এড়ানোর চেষ্টা?
Web Desk, ABP Ananda | 15 Jun 2018 07:51 PM (IST)
নয়াদিল্লি: অতীতের রীতিতে ব্যতিক্রম ঘটিয়ে এবার ইফতার পার্টিতে পাকিস্তানকে আমন্ত্রণ জানায়নি কংগ্রেস। গতকাল রাজধানীর এক বিলাসবহুল হোটেলে আয়োজিত ইফতারে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর আমন্ত্রণে একাধিক ইসলামিক দেশের প্রতিনিধিরা এসেছিলেন। কিন্তু ছিলেন না পাকিস্তানের কেউ। সূত্রের খবর, কেন্দ্রের শাসক দল বিজেপির কটাক্ষ, আক্রমণ এড়াতেই নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনারকে ইফতারে ডাকা থেকে বিরত থাকে কংগ্রেস। দু বছর আগে দলের শেষ ইফতারে তত্কালীন কংগ্রেস সভানেত্রী হিসাবে সনিয়া গাঁধী পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সূত্রের খবর, ইফতারে গতকাল বিভিন্ন দেশের মোট ৪৬ জন কূটনৈতিক প্রতিনিধি এসেছিলেন। ছিলেন ব্রিটিশ হাইকমিশনার, রাশিয়ার রাষ্ট্রদূত, চিনের দি চার্জ দি অ্যাফেয়ার্স, আমেরিকার দূত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার হাই কমিশনাররা। বাংলাদেশ, ভুটানের হাইকমিশনাররা, আজারবাইজান, কাজাখস্তান, উজবেকিস্তান সহ মধ্য এশিয়ার দেশগুলির প্রতিনিধিরাও ছিলেন। আমন্ত্রিত হয়ে এসেছিলেন প্যালেস্তাইনের প্রতিনিধিও। কিন্তু কংগ্রেস শীর্ষ নেতৃত্ব পাকিস্তান ও ইজরায়েলকে আমন্ত্রণ জানাননি। এ ব্যাপারে কংগ্রেসের এক নেতার বক্তব্য, আমন্ত্রণ পাঠানোর ব্যাপারে দলকে সাবধানে থাকতে হয়েছে। ভারত যেহেতু পাকিস্তানের সঙ্গে আলোচনা প্রক্রিয়ার দরজা খোলেনি, তাই আমরা ওদের ডাকিনি। তাছাড়া যেদিন ইফতার হল, সেদিনই সীমান্তের ওপার থেকে পাকিস্তানের হামলায় চার বিএসএফ জওয়ান জম্মু ও কাশ্মীরে নিহত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।