টেকানপুর (মধ্যপ্রদেশ): পাকিস্তানে সন্ত্রাসবাদের পরিকাঠামো এখনও আগের মতোই আছে এবং ভারতের বিরুদ্ধে জম্মু ও কাশ্মীরের তরুণদের উস্কানি দেওয়া হচ্ছে। এমনই দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। তিনি আরও বলেছেন, দাঙ্গা ও ধর্মীয় স্থান অপবিত্র করার ঘটনায় পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে হবে।
ডিজিপি ও আইজিপি-দের বার্ষিক সম্মেলনে এই মন্তব্য করেছেন রাজনাথ। তিনি আরও বলেছেন, কাশ্মীরে সন্ত্রাসবাদীদের সবরকমভাবে সাহায্য করছে প্রতিবেশী রাষ্ট্র। উপত্যকার তরুণদের ভারতের বিরুদ্ধে উস্কানি দেওয়ার জন্য টাকাও দেওয়া হচ্ছে। বিচ্ছিন্নতাবাদীদের প্রতি পাকিস্তানের মদতের ফলে জম্মু ও কাশ্মীরে প্রায়ই আইন-শৃঙ্খলার সমস্যা হয়। তবে নিরাপত্তারক্ষীরা দারুণভাবে পরিস্থিতি সামাল দিয়েছেন।
মাওবাদী সমস্যাও অনেকটা মিটে গিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভবিষ্যতে মাওবাদীদের আত্মসমর্পণে উৎসাহ দেবে সরকার। উত্তর-পূর্ব ভারতেও জঙ্গি কার্যকলাপ অনেক কমে গিয়েছে। তবে মায়ানমারে জঙ্গি শিবির ও জঙ্গিদের লুকিয়ে থাকার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজনাথ। তিনি স্বীকার করেছেন, দেশে সাম্প্রদায়িক হিংসা ও সাইবার ক্রাইম বেড়ে গিয়েছে। এ বিষয়ে পুলিশ আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই ডিজিপি ও আইজিপি-দের বার্ষিক সম্মেলন নয়াদিল্লির বাইরে আয়োজন করছে নরেন্দ্র মোদী সরকার। এর আগে গুয়াহাটি, কচ্ছের রান ও হায়দরাবাদে আয়োজিত হয়েছে এই সম্মেলন। এবার সেটা হচ্ছে মধ্যপ্রদেশের টেকানপুরে। আজ সেখানে প্রধানমন্ত্রীর আসার কথা আছে।
জম্মু ও কাশ্মীরের তরুণদের ভারতের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে পাকিস্তান, দাবি রাজনাথের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Jan 2018 04:04 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -