পানাজি: পাকিস্তানের 'কাপুরুষোচিত হামলা'র জবাব কঠোরভাবে দিয়েছে ভারত। এই পাল্টা আঘাত এতটাই জোরাল হয়েছে যে, কয়েকদিন আগে ভারতীয় সশস্ত্র বাহিনীর কাছে ফোন করেছে পাকিস্তানের বাহিনী। তারা এই প্রত্যাঘাত বন্ধ করার সানুনয় অনুরোধ জানিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর এ কথা জানিয়েছেন।
প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতা ও সক্ষমতা নিয়ে কোনও সন্দেহের অবকাশ নেই। কিন্তু এই প্রথম দেশের রাজনৈতিক নেতৃত্ব কঠোর নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। অন্যদের কাপুরুষোচিত হামলার যোগ্য জবাব দেওয়া হচ্ছে। জবাব এতটাই শক্তিশালী ছিল যে, তারা শেষপর্যন্ত কয়েকদিন আগে আমাদের ফোন করেছে। বলছে, আপনাদের কাছে আর্জি জানাচ্ছি, এবার থামুন’।
উল্লেখ্য, এক্ষেত্রে পর্রীকর পাকিস্তানের ডিজিএমও পর্যায়ের বৈঠকের আর্জির প্রসঙ্গ উল্লেখ করেেছেন।
পর্রীকর বলেছেন, ‘এর জবাবে আমরা বলেছি, প্রত্যাঘাত থামানোর ক্ষেত্রে আমাদের কোনও সমস্যা নেই। কিন্তু তার আগে তোমাদের থামতে হবে। এর ফলে সীমান্তে গত দুদিন আর গোলাগুলি চলছে না’।
উল্লেখ্য,চলতি সপ্তাহের গোড়ায় নিয়ন্ত্রণ রেখার মাছিল সেক্টরে তিন সেনা জওয়ানকে খুন করে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম (বিএটি)। তাঁদের মধ্যে একজনের মৃতদেহ ক্ষতবিক্ষত করা হয়। এর জবাবে ভারত তীব্র পাল্টা আক্রমণ চালায়। পাকিস্তান দাবি করে যে, ভারতের আক্রমণে তাদের বেশ কয়েকজন সেনা জওয়ান ও অসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে।
পাকিস্তান আমাদের কাছে ‘শক্তিশালী প্রত্যাঘাত’ বন্ধ করতে আর্জি জানিয়েছে: পর্রীকর
ABP Ananda, web desk
Updated at:
26 Nov 2016 09:24 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -