নয়াদিল্লি: পাকিস্তান আবার মুম্বই হানার মাথা হাফিজ সঈদের বিরুদ্ধে 'জোরালো' তথ্যপ্রমাণ চেয়েছে, ওই হামলার নতুন করে তদন্তের দাবিও খারিজ করেছে, এমন খবরের মধ্যেই তীব্র ক্ষোভ জানাল ভারত।
২৬/১১-র ভয়াবহ হামলার ফের তদন্ত ও সঈদের বিচারের দাবি জানিয়েছিল নয়াদিল্লি। কিন্তু জবাবে পাকিস্তান জানিয়েছে, ২৪ জন ভারতীয় সাক্ষীর বিবৃতি নথিভুক্ত করা বাদে মামলার যাবতীয় প্রক্রিয়া চূড়ান্ত। মামলা অনেক দূর এগিয়ে গিয়েছে। এই অবস্থায় পুনর্বিচার সম্ভব নয়। ভারত যদি মামলার সমাপ্তি চায়, তবে পাকিস্তানে সাক্ষীদের পাঠাক, যাতে তাঁদের বক্তব্য রেকর্ড করা যায়। সঈদ প্রসঙ্গে পাকিস্তান বলেছে, ভারত তাদের ডসিয়ারে শুধু এটুকু বলেছে যে, মু্ম্বই হানায় জড়িত একমাত্র জীবিত ধরা পড়া জঙ্গি আজমল কসাব একবার হাফিজ সঈদের সঙ্গে দেখা করেছিল। সঈদের সঙ্গে তো হাজার হাজার লোক দেখা করে। তা দিয়ে কিছু প্রমাণিত হয় না। মুম্বই হামলার ব্যাপারে ভারত তাঁর বিরুদ্ধে শক্ত তথ্যপ্রমাণ দিক, পাকিস্তান সঈদের বিচার করবে। প্রসঙ্গত, মুম্বই হামলার ব্যাপারে আগে গৃহবন্দি করা হয়েছিল সঈদকে, কিন্তু পর্যাপ্ত প্রমাণ না মেলায় তাঁকে ২০০৯ সালে অব্যাহতি দেয় পাক আদালত।
নয়াদিল্লিতে বিদেশমন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে এদিন বলেন, যে মুম্বই হানায় ১৬৬ জন নিহত হয়েছেন, তার চক্রান্ত, রূপায়ণ ও হামলায় যুক্তদের সবাইকে সাজা দেওয়া পাক সরকারের দায়িত্ব। এটা খুবই উদ্বেগের যে, ঘটনার ৮ বছর বাদেও হামলার নায়করা পাকিস্তানে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের কিছুই হল না!
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
মামলা পুনর্বিচারের দাবি খারিজ, ২৬/১১-র দোষীরা ঘুরে বেড়াচ্ছে পাকিস্তানে, ক্ষোভ জানাল ভারত
Web Desk, ABP Ananda
Updated at:
27 Apr 2017 08:50 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -