জম্মু: রাজৌরিতে ফের কামান দাগা শুরু করেছে পাক সেনা। স্থানীয় ঘরবাড়ি ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে, অন্তত হাজার বাসিন্দা প্রাণভয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন।
ভারতীয় সেনাও মুখের মত জবাব দিচ্ছে।
গতকালও এভাবেই নৌসেরা এলাকায় নিরীহ নাগরিকদের ওপর হামলা চালায় পাকিস্তান। মর্টারের আঘাতে ২জনের মৃত্যু হয়, আহত হন ৩জন।
সেনা জানিয়েছে, আজও রাজৌরি সেক্টরে সকাল পৌনে সাতটা থেকে ছোট বন্দুক আর ৮২ ও ১২০ মিলিমিটার মর্টার দিয়ে নাগাড়ে হামলা চালাচ্ছে পাক সেনা। রাজৌরি এলাকার সংশ্লিষ্ট সরকারি আধিকারিক জানিয়েছেন, এর ফলে তছনছ হয়ে যাচ্ছে নিয়ন্ত্রণরেখার আশপাশের সাতটিরও বেশি গ্রাম। বাড়িগুলি সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কাল রাতের মধ্যে ৯৭৮জন ঘর ছেড়ে ত্রাণশিবিরে এসে উঠেছেন। ৩টে গ্রাম থেকে সরানো হয়েছে ২৫৯টি পরিবারকে। মনে করা হচ্ছে, ক্ষতিগ্রস্ত গ্রামগুলি থেকে আরও বেশি মানুষ এ সব ত্রাণ শিবিরে আশ্রয় নিতে আসবেন।
অশান্তির জেরে নৌসেরা এলাকার ৫১টি স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। মাঞ্জাকোটে ও ডুংগি এলাকার ৩৬টি স্কুল ৩দিনের জন্য বন্ধ রাখা হয়েছে।
গত মাসে সরকার জানায়, শেষ এক বছরে ২৬৮বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাক সেনা।
নিয়ন্ত্রণরেখায় ফের পাক গোলাবর্ষণ, ঘর ছাড়লেন হাজারো বাসিন্দা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 May 2017 10:07 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -