নয়াদিল্লি: অধিকৃত কাশ্মীরের প্রসঙ্গ তুলে পাকিস্তানকে পাল্টা বেঙ্কাইয়া নাইডুর। চালাকি করে ভারতের ঘরোয়া ব্যাপারে নাক না গলিয়ে বরং নিজের ঘরের দিকে নজর দিক পাকিস্তান, বললেন তিনি।

কাশ্মীরে ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে তার নিন্দার পাশাপাশি জেনিভা থেকে রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কমিশনের তথ্যানুসন্ধানী দল পাঠিয়ে তদন্তের দাবিতে পাকিস্তানের পার্লামেন্টে গতকালই সর্বসম্মতিক্রমে প্রস্তাব গৃহীত হয়েছে। এরই জবাবে কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্য, অধিকৃত কাশ্মীর নিয়েই বেশি মাথা ঘামানো উচিত পাকিস্তানের।
প্রসঙ্গত, সম্প্রতি অধিকৃত কাশ্মীরে নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে নওয়াজ শরিফের দল। কিন্তু সেখানকার বাসিন্দাদের দাবি, ব্যাপক রিগিং করেই জিতেছে পিএমএল (এন)। ক্ষোভে ফেটে পড়েছে তারা। বিক্ষোভ দেখিয়েছে পথে নেমে।
পার্লামেন্টের প্রস্তাবে কাশ্মীরের সংগ্রামে পাকিস্তানের নৈতিক, কূটনীতিক, রাজনৈতিক সমর্থন বহাল রাখার কথা জানিয়ে সেখানে ছররা বন্দুকের ব্যবহার নিন্দার যোগ্য, আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী বলেও মন্তব্য করা হয়েছে।
ভারতকে অবিলম্বে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে বলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়, আন্তঃসরকারি ও আন্তঃসংসদীয় সংগঠন, আন্তর্জাতিক এনজিও, নাগরিক সমাজ, মিডিয়ার দ্বারস্থ হতে পাক সরকারের কাছে দাবিও তোলা হয়েছে ওই প্রস্তাবে।