শ্রীনগর: গতকাল এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি খতিয়ে দেখেছেন জম্মু কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ মন্তব্য করলেন, পাকিস্তানকে সীমান্তবর্তী এই রাজ্যে জঙ্গি অনুপ্রবেশ বন্ধ করতে হবে।


৪ দিনের সফরে জম্মু কাশ্মীর এসেছেন রাজনাথ। তিনি বলেছেন, ভারত কাশ্মীর সমস্যার সমাধান করতে চায়। এ জন্য সবরকম পদক্ষেপ করতে দিল্লি তৈরি। উপত্যকার পরিস্থিতির উন্নতি হচ্ছে, দিল্লি কাশ্মীরবাসীর মুখে হাসি দেখতে চায়।

স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, জঙ্গিরা ধ্বংস করেছে কাশ্মীরের বহু প্রজন্ম। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসায়ী, শ্রমিক, গরিব মানুষ ও যুবসমাজ। আরও একটা প্রজন্মকে এভাবে ধ্বংস হতে দেব না আমরা।

৩৫এ ধারা বিতর্কেও কেন্দ্র মানুষের আবেগের বিরুদ্ধে যাবে না বলে মন্তব্য করেছেন তিনি। কাশ্মীরে পর্যটনের উন্নয়নে কেন্দ্র শিগগিরই একটি বিশেষ পদক্ষেপ করবে বলে রাজনাথ জানিয়েছেন।