জম্মু: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক সেনার উপর ভারতীয় বাহিনীর ক্রস বর্ডার রেইডের দুই দিনের মধ্যেই সংঘর্ষবিরতি চুক্তিলঙ্ঘন করল পাকিস্তান।


জম্মু-কাশ্মীরের পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ৯টা নাগাদ নৌসেরা সেক্টরের বাবা খড়িতে ভারতের ফরোয়ার্ড পোস্ট লক্ষ্য করে বিনা প্ররোচনায় হাল্কা অস্ত্র দিয়ে গুলিবর্ষণ শুরু করে পাক সেনা। পাল্টা জবাব দেন ভারতীয় জওয়ানরাও। দুপক্ষের মধ্যে প্রায় এক ঘণ্টা ধরে গুলি বিনিময় চলে। তবে, এখনও উভয়পক্ষের তরফে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।


গত ২৩ তারিখ রাজৌরির কেরি সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তিলঙ্ঘন করে পাকিস্তান। পাক সেনার গুলিতে নিহত হন সেনার এক অফিসার সহ চার জওয়ান। আহত হন আরও এক জওয়ান। এর জবাবে, ঠিক ২ দিন পর, অর্থাৎ ২৫ তারিখ, ক্রস বর্ডার রেইড চালিয়ে রাওয়ালকোটের রুখ চাকরি সেক্টরে ৩ পাক সেনাকে খতম করেন ভারতীয় জওয়ানরা।