নয়াদিল্লি: ভারত কাশ্মীরের জনঘনত্ব বদলানোর চেষ্টা করছে। রাষ্ট্রপুঞ্জে এই মর্মে চিঠি লিখে অভিযোগ করল পাকিস্তান।
এমনিতে কাশ্মীরে হস্তক্ষেপ চেয়ে রাষ্ট্রপুঞ্জে নিয়মিত চিঠি লেখে পাকিস্তান। এবারের চিঠিতে তাদের অভিযোগ, কাশ্মীরের মুসলিম সংখ্যাগুরু চরিত্র বদলে ফেলে মুসলিমদের সংখ্যালঘু করার চেষ্টা চলছে, যাতে সেখানে রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধানে গণভোট হলে ভারতের সমর্থনে ভোট পড়ে।
চিঠিটি লিখেছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিদেশ বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ। তাঁর অভিযোগ, বহিরাগতদের কাশ্মীরে স্থায়ী বসবাসের জন্য সার্টিফিকেট দিচ্ছে ভারত সরকার। অকাশ্মীরী ও অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের জমি দিচ্ছে সেখানে, কাশ্মীরী পণ্ডিতদের জন্য আলাদা টাউনশিপ গড়ে দিচ্ছে, জায়গা দিচ্ছে পশ্চিম পাকিস্তান থেকে আসা শরণার্থীদের।
পাক রাষ্ট্রদূত মালিহা লোধি নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেলের কাছে পৌঁছে দিয়েছেন চিঠিটি।
‘কাশ্মীরের মুসলিম সংখ্যাগরিষ্ঠ চরিত্র বদলানোর চেষ্টায় ভারত’, রাষ্ট্রপুঞ্জে অভিযোগ পাকিস্তানের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 May 2017 01:17 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -