গ্যাংটক: পাকিস্তান যদি না বদলায়, ভারতই বদলে দেবে তাদের।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ তিনদিনের সিকিম সফরে আজ এই হুঁশিয়ারি দিয়েছেন। রাজনাথ বলেছেন, পাকিস্তান দীর্ঘদিন ধরে কাশ্মীরে গন্ডগোল পাকিয়ে ভারতকে দুর্বল করার চেষ্টা করছে। কিন্তু মানুষ বিশ্বাস রাখুন, কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান বার করবে কেন্দ্র।

যদিও এ ব্যাপারে বিশদে কিছু বলেননি তিনি।

রাজনাথের কথায়, পাকিস্তানকে বদলাতে হবে। ভারতের আশা, পাকিস্তান বদলাবে। যদি তারা না বদলায়, ভারত বদলে দেবে তাদের। এই মুক্ত দুনিয়ার যুগে একটি দেশ অন্য দেশের ভিত নড়বড়ে করার চেষ্টা করতে পারে না, আন্তর্জাতিক দুনিয়া তাদের ক্ষমা করবে না।

জঙ্গি পান্ডা বুরহান ওয়ানির মৃত্যু ঘিরে গত বছর থেকে অশান্তি কাশ্মীর। নিরাপত্তা বাহিনীর ওপর একের পর এক জঙ্গি হামলা চলেছে, বাহিনীর ওপর পাথর ছুঁড়েছে সাধারণ মানুষ। এখনও অশান্তি উপত্যকার রোজকার ঘটনা। ৯ এপ্রিলের শ্রীনগর লোকসভা উপনির্বাচন ঘিরেও তীব্র অশান্তি হয়। জঙ্গি দমনের পন্থা নিয়ে রাজ্যে ক্ষমতাসীন শরিক দল পিডিপি ও বিজেপির মতানৈক্যও প্রকাশ্যে। এই প্রেক্ষিতে রাজনাথের ইঙ্গিত অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেছেন, এনডিএ সরকার যখন ২০১৪-য় ক্ষমতায় আসে, তখন পাকিস্তান সহ সব প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানকে শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ করেছিল তারা। চেয়েছিল, সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে। কিন্তু দেখা যাচ্ছে, পাকিস্তান পাল্টায়নি। পাল্টায়নি ভারতের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি। যেনতেনপ্রকারেণ তারা ভারতের ক্ষতি করতে চায়।