কাশ্মীরী তরুণদের সন্ত্রাসে টানতে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে পাকিস্তান, বলল রাজ্য পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Nov 2017 12:18 PM (IST)
শ্রীনগর: ছায়াযুদ্ধে সুবিধে হচ্ছে না। তাই এবার সোশ্যাল মিডিয়ার দিকে ঝুঁকেছে পাকিস্তান। আর ফেসবুকের সাহায্যে কাশ্মীরের তরুণ প্রজন্মকে সন্ত্রাসবাদে আকর্ষণ করছে তারা। এমনই অভিযোগ করেছে জম্মু কাশ্মীর পুলিশ। রাজ্য পুলিশ জানাচ্ছে, গত ৪ মাসে উপত্যকার ১৫-১৭ জন যুবক জঙ্গিয়ানায় নাম লিখিয়েছে। এ জন্য দায়ী সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের হাল না ছাড়া প্রচার ও ধর্মীয় উসকানি। ঠিক কী কারণে এরা জঙ্গি হচ্ছে তা এখনও স্পষ্ট নয়। তবে কয়েকজন ছাড়া বেশিরভাগই স্কুল বা কলেজ ড্রপআউট। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তান এদের জঙ্গিয়ানায় টানার নিরন্তর চেষ্টা করছে। অশান্তি বিধ্বস্ত কাশ্মীরে জঙ্গিরা কিছুদিন হল নতুন করে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন শুরু করেছে। ফেসবুক ও অন্যান্য সাইটে জঙ্গিদের পোস্ট করা ভিডিওর বন্যা বইছে। এর ফলে এক শ্রেণির তরুণ জঙ্গিপনায় উৎসাহিত যেমন হচ্ছে, তেমনই বাড়ছে জঙ্গিদের পক্ষে জনসমর্থনও। পুলিশ জানিয়েছে, এই চক্র ভাঙতে নিরাপত্তা বাহিনী এখন বিশেষত দক্ষিণ কাশ্মীরের স্থানীয় জঙ্গি নেতাদের টার্গেট করছে, মূলত এরাই যুব সমাজকে প্ররোচিত করছে সন্ত্রাসের রাস্তা ধরতে।