জম্মু: রাজৌরির পর এবার পুঞ্চ। ২৪-ঘণ্টার মধ্যে ফের সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ করল পাকিস্তান।


জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার দুপুর ১টা নাগাদ পুঞ্চের শাহাপুর এলাকায় নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সামরিক ছাউনি লক্ষ্য করে বিনা প্ররোচনায় ভারী ও মাঝারি অস্ত্র দিয়ে গুলিবর্ষণ শুরু করে পাক সেনা।


ওই আধিকারিক জানান, পাক হামলার যোগ্য জবাব দিচ্ছেন ভারতীয় জওয়ানরা। তবে, এখনও পর্যন্ত উভয় পক্ষের কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। গতকালই, রাজৌরি জেলার কেরি সেক্টরে পাক গোলাবর্ষণে প্রাণ হারান এক মেজর পদমর্যাদার অফিসার এবং আরও তিন সেনা জওয়ান।


জম্মু ও কাশ্মীর পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৭ সালে এখনও পর্যন্ত ৮৮১ বার সীমান্তে (নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্ত) সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ করেছে পাকিস্তান, যা গত সাত বছরে সর্বাধিক। হামলায় ১৪ সেনাকর্মী সহ ৩৪ জন মারা গিয়েছেন।