জম্মুর আরএস পুরা সেক্টরে ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের
Web Desk, ABP Ananda | 23 Oct 2016 09:24 PM (IST)
জম্মু: ফের জম্মুর আরএস পুরা সেক্টরে আন্তর্জাতিক নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তানি রেঞ্জার্স। বিএফএফ-এর মুখপাত্র জানিয়েছেন, আজ সন্ধ্যেবেলা সীমান্ত এলাকায় বেশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে পাকিস্তানি ট্রুপ। পাল্টা গুলি চালায়নি বিএসএফ। সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে তারা। গত শুক্রবার রাতেই আরএস পুরা সেক্টরে সীমান্ত লক্ষ্য করে মর্টার ছোঁড়ে পাকিস্তানি রেঞ্জার্স। দুপক্ষের মধ্যে চলে গুলি বিনিময়।