জম্মু: চার মাসের বিরতির পর ফের নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরের দুটি স্থানে গুলি চালাল পাক সেনা। পাল্টা জবাব দেয় ভারতের সেনা বাহিনীও। দুপক্ষের গুলি বিনিময় চলছে বলে শেষ পাওয়া খবরে জানা গেছে।
প্রতিরক্ষা মুখমাত্র মণীষ মেহতা বলেছেন, পুঞ্চ সেক্টরে যুদ্ধবিরতি ভেঙে বিনা প্ররোচনায় গুলি চালাতে শুরু করে পাক সেনা। মর্টার, ছোট অস্ত্র ও স্বয়ংক্রিয় বন্দুকের সাহায্যে  হামলা চালাতে শুরু করে পাক সেনা। ভোর তিনটে থেকে পাক সেনা গুলি চালাতে শুরু করে।
মেহতা জানিয়েছে, এর পাল্টা ও মুখের মতো জবাব দেয় ভারতীয় বাহিনীও। হতাহতের কোনও খবর নেই বলেও তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল পুঞ্চ সেক্টরে শেষবারের মতো যুদ্ধবিরতি ভেঙেছিল পাকিস্তান। এর চার মাস পর ফের তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করল।
গত বছর ৪০৫ বার পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালিয়েছিল। এতে ১৬ নিরীহ নাগরিক নিহত এবং ৭১ জন আহত হয়েছিলেন।
এই যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় প্রায় ৮ হাজার মানুষ বিপদে পড়েন। তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।