শ্রীনগর:  প্রধানমন্ত্রীর সফরের আগে জম্মু-কাশ্মীরের একাধিক জায়গায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। জম্মুর অরনিয়া সেক্টরে পাক সেনার গুলিতে মৃত্যু এক বিএসএফ জওয়ানের। আহত এক।

 

বৃহস্পতিবার রাতে অরনিয়া সেক্টরে বিনা প্ররোচনায় গুলিবর্ষণ শুরু করে পাক সেনারা।পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। গুলির লড়াইয়ে মৃত্যু হয় বিএসএফের কনস্টেবল সীতারাম উপাধ্যায়ের। আজ ভোর ৪টে নাগাদ আরএস পুরা সেক্টরেও গুলিবর্ষণ করে পাক সেনারা। গুলিতে জখম দুই সাধারণ নাগরিক। এলাকার স্কুলগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।