জম্মু: পাক রেঞ্জার্সদের চারটি ছাউনি বিএসএফের গুলিবর্ষণে ছারখার হয়ে গেলেও পাক সেনার শিক্ষা পাওয়ার কোনও লক্ষণ নেই। উল্টে রাত থেকে ছোট আগ্নেয়াস্ত্র ও মর্টার দিয়ে জম্মু কাশ্মীরে বিএসএফ ছাউনিগুলির ওপর হামলা চালাচ্ছে তারা। আন্তর্জাতিক সীমান্ত বরাবর সাম্বা, কাঠুয়া ও জম্মু লক্ষ্য করে তাদের গুলিবর্ষণ চলছে।


বিএসএফ জানিয়েছে, আর এস পুরা সেক্টরে শনিবার রাত সোয়া নটা থেকে গুলিবর্ষণ শুরু করে পাক সেনা। মাঝে মধ্যেই ছোড়ে মর্টার। রাত ৩টে পর্যন্ত এভাবেই হামলা চালায় তারা। আবার হীরানগর ও সাম্বা সেক্টরে রাত ২টো থেকে কিছুক্ষণ অন্তর অন্তর গুলিবর্ষণ শুরু করে পাকিস্তান। চলে ভোর ৬টা পর্যন্ত। বিএসএফও তাদের মুখের মত জবাব দেয়। তবে এতে ভারতের কারও হতাহতের খবর নেই।

পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর পাকিস্তান ৬০বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।