জম্মু: সীমান্তে ফের সংঘর্ষবিরতি চুক্তভঙ্গ করল পাকিস্তান। পাক সেনার গুলিতে নিহত ২ ভারতীয় জওয়ান।


খবরে প্রকাশ, এদিন উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণরেখার কাছে কেরন সেক্টরের অন্তর্গত ফুর্গি এলাকায় ভারতীয় সেনা প্যাট্রলিং দলের ওপর আচমকা গুলিবর্ষণ শুরু করে পাক সেনা। পাশাপাশি, সেনা ছাউনি লক্ষ্য করেও গুলিবর্ষণ করে পাক সেনা।


সেনা সূত্রে খবর, পাক গুলিতে প্যাট্রলিং টিমের ২ ভারতীয় জওয়ান মারা গিয়েছেন। হামলায় নিহত ২ জওয়ান হলেন লান্স নায়েক রঞ্জিত সিংহ এবং রাইফেলম্যান সতীশ ভগত। জানা গিয়েছে, দুজনই ৫ জম্মু কাশ্মীর রাইফেলসের সদস্য ছিলেন।



প্রসঙ্গত, নিরাপত্তাবাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াইয়ের পর এদিন বদগামে তিন হিজবুল মুজাহিদিন জঙ্গি খতম হয়। তার কয়েক ঘণ্টা পরই এই হামলা চালায় পাক বাহিনী।


এর আগে, গত রবিবারও পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনার ফরোয়ার্ড পোস্ট লক্ষ্য করে বিনা প্ররোচনায় গুলিবর্ষণ করে পাক বাহিনী। মর্টার হানাও চলে।


গত ২৬ জুন, ঈদের দিন রাজৌরির ভিম্বর গলিতে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে মর্টার হানা চালায় পাক সেনা। তার ১০ দিন আগে, ১৬ জুন, রাজৌরিতে ফের ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তান।


শুধুমাত্র জুন মাসেই, সীমান্তে ২৩ বার সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ করেছে পাক সেনা। এছাড়া, একবার ‘ব্যাট’-হানা এবং দুবার অনুপ্রবেশের চেষ্টা চালানো হয়েছে। এই হামলায় ৩ জওয়ান সহ চারজন মারা গিয়েছেন, ১২ জন আহত হন।


এসবের মধ্যে ফের এদিন আরও ২ জওয়ান মারা গেলেন।