জম্মু: ফের সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি ভঙ্গন করল পাকিস্তান। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এদিন ভোর সাড়ে চারটে নাগাদ জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরের শাহপুরে বিনা প্ররোচনায় ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে পাক সেনা। জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনাও। তবে, পাক হামলায় কোনও ভারতীয়র হতাহতের খবর নেই বলে সেনাবাহিনী জানিয়েছে।
অন্যদিকে, এদিন অমৃতসরে দুই অজ্ঞাতপরিচয় পাক চোরাচালানকারীকে গুলি করে হত্যা করল বিএসএফ। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, এদিন ভোররাতে সীমান্ত লাগোয়া ভেরোয়াল অঞ্চল দিয়ে এদেশে অনুপ্রবেশ করার চষ্টা করে দুজন অজ্ঞাতপরিচয় পাক মাদক চোরাচালানকারী। বিএসএফ-এর নজরদারি দল তাদের দেখে ফেলে রুখে দাঁড়ায়। ওই অনুপ্রবেশকারীরা সীমান্তরক্ষী বাহিনীর নিষেধাজ্ঞা অমান্য করে এগিয়ে গেলে বাহিনী গুলি চালায়।
বিএসএফ ডিআইজি সুমের সিংহ জানান, একজন অনুপ্রবেশকারী ভারতীয় ভূখণ্ডেই মারা যায়। তার কাছ থেকে ৪৫ কোটি টাকা মূল্যের ৯ কিলোগ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। আরেকজন আহত অবস্থায় সীমান্ত টপকে যেতে সক্ষম হলেও আন্তর্জাতিক সীমান্তে লাগা কাঁটাতারের ওপারে কিছুদূর এগিয়ে মারা যায়। বিএসএফ-এর দাবি, দ্বিতীয় অনুপ্রবেশকারীর দেহ পরে নিয়ে যায় পাক রেঞ্জার্স।
সীমান্তে ফের সংঘর্ষবিরতি চুক্তি ভাঙল পাকিস্তান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Apr 2016 11:22 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -