জম্মু: জম্মু-কাশ্মীরে ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। পুঞ্চের বালাকোট ও রাজৌরির মাঞ্জাকোট সেক্টরে পাক সেনার গুলি ও মর্টার বর্ষণে এক জওয়ান ও ৯ বছরের এক বালিকার মৃত্যু। জখম ওক জওয়ান সহ দুই। মৃত জওয়ানের নাম নায়েক মুদাসির আহমেদ।
সেনার তরফে জানানো হয়, এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ বিনা প্ররোচনায় ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে ভারী অস্ত্র ও মর্টারবর্ষণ করে।
বাঙ্কারে থাকার সময় মর্টার শেল এসে পরায় গুরুতর জখম হন মুদাসির। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।
৩৭ বছরের মুদাসিরের বাড়ি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার দুচু গ্রামে। বাড়িতে তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে। মুদাসিরকে বীর ও সৎ সৈনিক উল্লেখ করে সেনা জানিয়েছে, তিনি নিজের কাজকে প্রচণ্ড ভালবাসতেন। তাঁর বলিদান দেশ মনে রাখবে।
শুধু, সেনা ছাউনিই নয়। এদিন পাক সেনা বালাকোট, মাঞ্জাকোট ও বারোটি বেল্টে সীমান্ত লাগোয়া গ্রাম লক্ষ্য করেও গোলাগুলি নিক্ষেপ করে। পাক সেনার গুলিতে প্রাণ হারান সাজাদা হাউসের নামে ৯ বছরের এক বালিকা। রাজৌরির এক শীর্ষ পুলিশকর্তা জানান, ওই হামলায় আরও ২ নাগরিক আহত হয়েছেন। পাক হামলার জেরে এলাকার সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। স্থানীয়দরে বলা হয়েছে, রাস্তায় না বের হতে।
চলতি মাসে পাক সংঘর্ষবিরতির জেরে চার জওয়ান সহ মোট সাত জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সেনার এক মুখপাত্র।