জম্মু: ফের সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি ভঙ্গ করল পাকিস্তান। চলতি মাসে এই নিয়ে সাতবার।


ভারতীয় সেনাবাহিনীর এক আধিকারিক জানান, এদিন সকাল সওয়া ১১ টা নাগাদ নিয়ন্ত্রণরেখা বরাবর জম্মু ও কাশ্মীরের পুঞ্চে অবস্থিত ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে সীমান্তের ওপার থেকে বিনা প্ররোচনায় গোলাগুলি চালাতে শুরু করে পাক সেনা।


সেনা জানিয়েছে, স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র, ছোট অস্ত্র ও মর্টার দিয়ে ভারতীয় সেনা ছাউনিকে লক্ষ্য করে পাকিস্তান। এরপরই ভারতের তরফ থেকে কড়া জবাব দেওয়া হয়।


এর আগে, সোমবার নিয়ন্ত্রণরেখা বরাবর রাজৌরি জেলার নৌশেরায় ভারতীয় সেনার ফরোয়ার্ড পোস্ট লক্ষ্য করে গুলিবর্ষণ করেছিল পাক বাহিনী। তার আগে চলতি মাসের ৮ তারিখ রাজৌরিতে, ৫ তারিখ পুঞ্চে, ৪ তারিখ ভিম্বর গলিতে এবং ৩ তারিখ বালাকোটে এবং পুঞ্চে সংঘর্ষবিরতি ভঙ্গ করেছিল পাকিস্তান।