নয়াদিল্লি: কেন্দ্রের চালু করা নতুন ৫০০ ও ২০০০ টাকার নোটগুলিকে জাল করা সম্ভব নয়। এমনটাই দাবি গোয়েন্দাদের।
খবরে প্রকাশ, এক শীর্ষ সরকারি আধিকারিক জানিয়েছেন, বাজারে আসার আগে গত ৬ মাস ধরে নতুন নোটের সুরক্ষা বৈশিষ্ঠ্যগুলি ভাল করে খতিয়ে দেখেছে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (র) এবং ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)।
ওই আধিকারিকের মতে, গোয়েন্দা সংস্থাগুলি আশ্বস্ত করেছে, নতুন নোটকে জাল করা কার্যত অসম্ভব। এর আগে, গোয়েন্দারা কেন্দ্র ও আরবিআই-কে জানিয়েছিলেন, পাকিস্তানের পেশোয়ারে একটি টাঁকশাল রয়েছে, যেখানে কেবলমাত্র ভারতীয় নোট জাল করার কাজ হয় বলে অভিযোগ।
গোয়েন্দাদের মতে, মূলত সেখানে ৫০০ ও ১০০০ টাকার নোটই জাল করা হয়। আরও উঠে এসেছে, ওই টাঁকশাল নিয়ন্ত্রণ করে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। গোয়েন্দারা জানতে পেরেছেন, দাউদ ইব্রাহিম ও লস্কর-ই-তৈবা এবং এদেশের অপরাধ জগতের মাধ্যমে ভারতে ওই জালনোটের কারবার বিস্তার করছে আইএসআই।
কেন্দ্রকে দেওয়া রিপোর্টে গোয়েন্দারা জানিয়েছিলেন, কয়েক বছর আগে, ওই টাঁকশালে এমন প্রযুক্তি আমদানি করা হয়, যার মাধ্যমে ভারতীয় নোটের অবিকল ও নিখুঁত নকল করার কৌশল জেনে যায় পাকিস্তান। তার মাধ্যমে পাকিস্তান থেকে ফি-বছর প্রায় ৭০ কোটি মূল্যের জালনোট এদেশে পাচার করা হচ্ছিল।
গোয়েন্দারা আরও জানান, ওই জালনোটকে এদেশে নাশকতামূলক কার্যকলাপ এবং ছায়া-অর্থনীতি চালানোর কাজে ব্যবহার করা হচ্ছিল। তবে, এবার তা বন্ধ হবে বলেই অনুমান গোয়েন্দাদের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী কিরেন রিজিজু জানিয়ে দিয়েছেন, সরকারের এই পদক্ষেপের ফলে পাকিস্তানের জালনোটের কারখানা বন্ধ হবে।