নয়াদিল্লি: শাহরুখ খান অভিনীত 'রঈস' থেকে বাদ পড়তে পারেন পাকিস্তানি শিল্পী মাহিরা খান! তাঁর জায়গায় আসতে পারেন অন্য কেউ! এমনটাই সূত্রের খবর।

উরি হামলার পরই পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞার দাবি তোলে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। এদেশ থেকে তাঁদের চলে যাওয়ারও হুঁশিয়ারি দেয় তারা। সেইসঙ্গে হুমকি দেয়, এদেশে শাহরুখ খান অভিনীত 'রঈস' এবং কর্ণ জোহর পরিচালিত 'অ্যায় দিল হ্যায় মুশকিল' মুক্তি পেতে দেবে না তারা। কারণ, দুটি ছবিতেই অভিনয় করেছেন দুই পাকিস্তানি শিল্পী-মাহিরা খান এবং ফাওয়াদ খান।

সূত্রের খবর, 'রঈস' নিয়ে একটুও রিস্ক নিতে চান না ছবির প্রযোজক রিতেশ সিধওয়ানি। তাই বিতর্ক এড়াকে মাহিরা খানের জায়গায় অন্য কাউকে নিতে পারেন তিনি। তবে এ ব্যাপারে নিশ্চিত করে এখনও কিছুই জানা যায়নি। আগামী বছর জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা 'রঈস'-এর। শ্যুটিং-ও প্রায় শেষের পথে। কিন্তু বর্তমানে দু'দেশের মধ্যে যা পরিস্থিতি, তাতে ছবি মুক্তির মাত্র দু’মাস আগে মাহিরা খানকে বাদ দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে সূত্রের খবর। তিনি জানিয়েছেন, এই মুহূর্তে কোনও পাকিস্তানি শিল্পীর সঙ্গে কাজ করা অসম্ভব।