নয়াদিল্লি: সীমান্ত পেরিয়ে ভারতের হামলার জন্য জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী। ভারতের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস (ডিজিএমও) লেফটেনেন্ট জেনারেল এ কে ভাটিয়া পাক ডিজিএমও-কে এ কথা জানিয়েছেন। ভাটিয়া পাক ডিজিএমও-র সঙ্গে টেলিফোনে কথা বলতে গিয়ে নিয়ন্ত্রণ রেখার কাছে একটি সুনির্দিষ্ট এলাকাকে জঙ্গিদের লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করার কথা জানান। সেনাবাহিনীর সূত্র উল্লেখ করে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

প্রযুক্তিগত নজরদারি ও গোয়েন্দাসূত্রে ওই ওই বিশেষ এলাকায় গতিবিধির হদিশ মিলেছে। এরই ভিত্তিতে এই বিশেষ এলাকাটি চিহ্নিত করা হয়েছে।

সেনার এক আধিকারিক জানিয়েছেন, ডিজিএমও পর্যায়ে টেলিফোনে কথা বলার সময় সীমান্ত পেরিয়ে ভারতে হামলা চালানোর জন্য জঙ্গিদের পাক সেনার প্রশিক্ষণ দেওয়ার বিশয়ে সুনির্দিষ্ট তথ্য পাকিস্তানকে দেওয়া হয়েছে।

সেনা সূত্রের খবর, চলতি বছরে এখনও পর্যন্ত ২৫ টি অনুপ্রবেশের চেষ্টা হয়েছে। এরমধ্যে বেশিরভাগই ব্যর্থ করে দেওয়া হয়েছে। তিনটি ক্ষেত্রে জঙ্গিরা সফল হয়েছে। গত বছর প্রায় ১০০ টিরও বেশি অনুপ্রবেশের ঘটনা ঘটে।

উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে জঙ্গিদের লঞ্চ প্যাডগুলি ধ্বংস করে দিয়েছিল ভারতীয় সেনা। এরপর ধীরে ধীরে পাকিস্তানে ১৭ টি লঞ্চ প্যাড সক্রিয় হয়ে উঠেছে বলে গোয়েন্দা সূত্রে খবর। ওই লঞ্চ প্যাডগুলিতে প্রায় ৩০০ জন জঙ্গি রয়েছে।