দমন: উরি সন্ত্রাস, তার পাল্টা সার্জিক্যাল স্ট্রাইকের জের? সাম্প্রতিক ঘটনাবলীর পরিণতিতে দুই প্রতিবেশী দেশের সম্পর্কে অবিশ্বাস, তিক্ততা এতটাই চরমে যে, পাকিস্তানে ধরা পড়ে সেখানকার জেলের কুঠুরিতে বন্দি থাকা ভারতীয় মত্স্যজীবীদের বাড়ির সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। পরিবার-পরিজনদের পাঠানো চিঠি তাঁদের কাছে যাচ্ছে না, সেগুলি ফেরত্ পাঠিয়ে দিচ্ছে পাক জেল কর্তৃপক্ষ।
গত ৯ মাসে আন্তর্জাতিক জল সীমান্তের কাছে পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সির হাতে ধরা পড়ে গুজরাতের ৪৩৮ ও দিউয়ের ৫১ জন জেলের ঠাঁই হয়েছে পাক জেলে। এঁদের বেশিরভাগই আছেন করাচি জেলে।
এখানকার ফিশারিজ দপ্তরের কর্তা শুকার আনজানি বলেছেন, মত্স্যজীবীদের বাড়ির লোকজন তাঁদের জন্য চিঠি, শুকনো খাবার, টুথপেস্ট, জামাকাপড়, ওষুধপত্র, পান মশালা পাঠিয়েছেন। আগে করাচি জেল কর্তৃপক্ষ মত্স্যজীবীদের বাড়ির পাঠানো সব জিনিসপত্র নিত, কিন্তু সার্জিক্যাল স্ট্রাইকের পর দু দেশের সম্পর্কের অবনতি হওয়ার পর থেকে তারা আর এসব নিচ্ছে না, ফিরিয়ে দিচ্ছে। তিনি বলেছেন, ওই মত্স্যজীবীদের বাড়ি থেকে আমরা এমন অভিযোগই পাচ্ছি। ফেরত্ আসা পার্সেলগুলির গায়ে করাচি জেলের সিলমোহর রয়েছে। যার অর্থ, ওগুলো জেলের দরজা পর্যন্ত গিয়েছিল, কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছে। দিউয়ের কালেক্টর পরিমল জানি বলেছেন, আগে পার্সেল নেওয়া হয়ে থাকলে এখন ফেরত্ আসার মানে, সেগুলি ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের জেরে নিচ্ছে না জেল কর্তৃপক্ষ।
সার্জিক্যাল স্ট্রাইকের জের? বন্দি ভারতীয় মত্স্যজীবীদের বাড়ির চিঠিপত্র ফিরিয়ে দিল করাচির জেল
web desk, ABP Ananda
Updated at:
15 Oct 2016 07:02 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -