আমদাবাদ: সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর পাল্টা আঘাত হানতে পারে পাকিস্তান। এই আশঙ্কার জেরে দেশজুড়ে হাই-অ্যালার্ট জারি করেছে কেন্দ্র। সীমান্ত ও উপকূলে নজরদারি বাড়ানো হয়েছে।
এই প্রেক্ষিতে রবিবার গুজরাত উপকূলের কাছে একটি পাকিস্তানি নৌকাকে আটক করল উপকূলরক্ষী বাহিনী। জানা গিয়েছে, এদিন সকাল সওয়া ১০টা নাগাদ পোরবন্দরের কাছ থেকে ওই পাক নৌকাটি আটক করে উপকূলরক্ষী বাহিনীর জাহাজ আইসিজিএস সমুদ্র পাবক।
বাহিনী সূত্রে খবর, নৌকায় ৯ জন ছিল। তারা সকলেই মৎস্যজীবী। তাদের সকলকে পোরবন্দরে আনা হয়েছে জেরার জন্য।
এখানে বলে রাখা প্রয়োজন, ২০০৮ সালে ২৬/১১ হামলার সময় এইভাবে জলপথে পাকিস্তান থেকে মুম্বই এসেছিল কাসভ-বাহিনী। সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি ঘটে, তার জন্য আগে থেকেই সতর্ক প্রশাসন।
সতর্ক থাকতে বলা হয়েছে স্থানীয় মৎস্যজীবীদেরও। তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে, সমুদ্র বা উপকূল বা বন্দর এলাকায় যে কোনও সন্দেহজনক কিছু দেখলেই যেন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়।
৯ জন সমেত গুজরাত উপকূলে আটক পাকিস্তানি নৌকা
Web Desk, ABP Ananda
Updated at:
02 Oct 2016 04:53 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -