পঞ্জাব: যাকে বলে একেবারে যুদ্ধকালীন তত্পরতা! আলো নিভিয়ে দেওয়া হল গোটা গ্রামের। সেনার নির্দেশে বন্ধ করে দেওয়া হল ইন্টারনেট পরিষেবা। হাই অ্যালার্ট জারি করে আকাশ পথে চলছে কড়া নজরদারিও। পঞ্জাবের আন্তর্জাতিক সীমান্তে চরছে উত্তেজনার পারদ। সতর্ক ভারতীয় সোনা।
সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল থেকেই পঞ্জাবের খেমকারান অঞ্চলে ঘোরাঘুরি করতে দেখা যায় পাক ড্রোনকে। বিষয়টি নজরে আসতেই ওই পাক ড্রোন ধ্বংস করতে তত্পর হয় ভারতীয় সেনা। ড্রোনকে নিশানা করে গুলিও করা হয়। তবে এখনও সেই ড্রোনটিকে ধ্বংস করা গিয়েছে কিনা, সেবিষয়ে পাকাপোক্ত কোনও খবর পাওয়া যায়নি। সেনার তরফেও কোনও বক্তব্য আসেনি। তবে পঞ্জাবের যে অঞ্চলে পাক ড্রোনকে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে সেই খেমকারান গ্রামের আলো নিভিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যার ফলে গোটা গ্রামই এখন নিষ্প্রদীপ। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবাও।
সম্প্রতি পাক বোমা নিষ্ক্রিয় করার কথাও জানিয়েছে ভারতীয় বায়ু সেনা। বালাকোটে এয়ার স্ট্রাইকের একদিন আগে ভারতে ঢুকে হামলা চালিয়েছিল পাকিস্তান। পাক যুদ্ধ বিমান মিরেজ থেকে যে বোমাবর্ষণ করেছিল পাকিস্তানি বায়ু সেনা, সেই বোমাগুলিই নিষ্ক্রিয় করেছে ভারতীয় সেনা। প্রসঙ্গত, রবিবার সকালেও ভারত-পাক বায়ু সেনার মধ্যে একপ্রস্থ লড়াই চলে। পাক যুদ্ধ বিমান মিগ ১৬এস-কে ধাওয়া করে বাড়ি পাঠায় ভারতীয় যুদ্ধ বিমান সুখেই-৩০ ও মিরেজ ২০০০। বুধবারও জম্মু-কাশ্মীরের আকাশে নানান কার্যকলাপ চালিয়েছে ভারতীয় সেনা। রাজৌরি, পুঞ্জ জেলার সীমান্ত অঞ্চলে ভারতীয় সেনার বিমান উড়তে দেখা গিয়েছে বলেও জানিয়েছেন স্থানীয়রা।