নয়ডা: নয়ডার একটি বেসরকারি হাসপাতালে লিভার প্রতিস্থাপনের মাধ্যমে জীবন ফিরে পেল বিরল রোগে আক্রান্ত এক পাকিস্তানি শিশুকন্যা।


আনাবিয়া নামে পাঁচ বছর বয়সি এই মেয়েটিকে বাঁচাতে গেলে লিভার প্রতিস্থাপন করা ছাড়া অন্য কোনও উপায় ছিল না। কিন্তু আনাবিয়ার পরিবারের আর্থিক অবস্থাও বিশেষ ভাল না। চিকিৎসা ও অস্ত্রোপচারের খরচ জোগাড় করা সম্ভব ছিল না। শেষপর্যন্ত নয়ডার এই বেসরকারি হাসপাতালের সাহায্যে লিভার প্রতিস্থাপন সম্ভব হয়। আনাবিয়ার বাবা মনসুর হুসেন নিজের লিভারের একটি অংশ মেয়েকে দিয়েছেন। লিভার প্রতিস্থাপনের পর এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে আনাবিয়া। সে দেশে ফিরে যাওয়ার জন্য তৈরি।

ওই হাসপাতালের লিভার প্রতিস্থাপন বিভাগের ডিরেক্টর বিবেক ভিজ বলেছেন, তাঁরা প্রথমে পাকিস্তানে আনাবিয়ার শারীরিক অবস্থা পরীক্ষা করেন। সচেতনতার অভাব, ভুল চিকিৎসা সহ বিভিন্ন কারণে মেয়েটিকে সুস্থ করে তোলা যাচ্ছিল না। তাঁরা বুঝতে পারেন, লিভার প্রতিস্থাপন করা ছাড়া কোনও উপায় নেই। আনাবিয়ার পরিবারের অনুরোধে তাঁরা অস্ত্রোপচারের জন্য আর্থিক সাহায্য করেন। গত ১৩ জানুয়ারি লিভার প্রতিস্থাপন হয়। মেয়েটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

আনাবিয়ার বাবা বলেছেন, তাঁদের মেয়ে নতুন জীবন পেল। তাঁরা কৃতজ্ঞ।