নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম পাক অনুপ্রবেশকারী
Web Desk, ABP Ananda | 15 May 2017 02:36 PM (IST)
অমৃতসর: পঞ্জাবের গুরদাসপুর সেক্টরের বারিয়ালায় এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গুলি করে খতম করলেন বিএসএফ জওয়ানরা। আজ ভোরে এই ঘটনা ঘটেছে। বিএসএফ সূত্রে খবর, সীমান্তে সন্দেহজনক গতিবিধি নজরে আসে জওয়ানদের। ওই অনুপ্রবেশকারী সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করতে থাকায় তাকে সতর্কও করে দেওয়া হয়। কিন্তু সে সতর্কবার্তায় কান না দেওয়ায় গুলি চালান জওয়ানরা। বিএসএফ-এর এক জওয়ান বলেছেন, যে অঞ্চল দিয়ে ওই অনুপ্রবেশকারী ভারতে ঢোকার চেষ্টা করছিল, সেই অঞ্চলে তিন দিক দিয়ে রবি নদী বইছে। ওই অনুপ্রবেশকারীর দেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তার দেহের খোঁজে তল্লাশি চালাচ্ছেন জওয়ানরা।