ওপারে জবাবি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, জওয়ানের মৃত্যু, গুলিবর্ষণ বন্ধ রাখুন, কাকুতিমিনতি পাক রেঞ্জার্সের, জানাল বিএসএফ
Web Desk, ABP Ananda
Updated at:
20 May 2018 05:01 PM (IST)
জম্মু: বিএসএফের ব্যাপক গোলাবর্ষণে বিরাট ক্ষয়ক্ষতি হওয়ার পর রীতিমতো তাদের কাছে কাকুতিমিনতি করেছে পাকিস্তানি রেঞ্জার্স বাহিনী, যেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আন্তর্জাতিক সীমান্ত (আইবি) বরাবর নতুন করে গোলাগুলি না চালায়।
আজ বিএসএফের তরফে জানানো হয় এ কথা। তারা ১৯ সেকেন্ডের একটি থার্মাল-ইমেজের ফুটেজও প্রকাশ করেছে যাতে নির্বিচারে পাক বাহিনীর গুলিচালনা, শেলিংয়ের উত্তরে বিএসএফের পাল্টা হামলায় সীমান্তের ওপারে একটি পাকিস্তানি পোস্ট ধ্বংস হওয়ার ছবি রয়েছে। ভারতীয় জওয়ানদের গোলাবর্ষণে এক পাক জওয়ান প্রাণ হারায়।
বিএসএফের জনৈক মুখপাত্র বলেন, রেঞ্জার্সরা আজ জম্মুতে বিএসএফকে ফোন করে গুলিচালনা বন্ধ রাখার আবেদন করে।
বাহিনীর এক পদস্থ অফিসার বলেন, আন্তর্জাতিক সীমানা বরাবর পাক বাহিনীর বিনা প্ররোচনায় শেলিং, গোলাবর্ষণের মুখের মতো জবাব দিয়েছে বিএসএফ। চাপে পড়ে যুদ্ধবিরতি চাইছে পাক বাহিনী। গত তিনদিন ধরে পাকিস্তানের গুলিবর্ষণের কেন্দ্রগুলির ওপর নির্ভূল নিশানায় বিএসএফ জওয়ানরা আঘাত করেছেন। গতকাল তার বলি হয় চিকেন নেক এলাকায় ওদের রেঞ্জারদের একজন।
গত কয়েকদিন জম্মুতে আন্তর্জাতিক সীমানায় এই অতি সাম্প্রতিক নির্বিচার গুলিচালনায় নিজেদের দুই জওয়ানকে হারিয়েছে বিএসএফও। গুলিবর্ষণে প্রাণ গিয়েছে এলাকার বেশ কিছু সাধারণ নাগরিকের, অনেকে জখমও হয়েছেন। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একদিনের জম্মু ও কাশ্মীর সফরের প্রেক্ষাপটে পাকিস্তানি হামলা বেড়েছে বলে মনে হয়।
প্রসঙ্গত, চলতি বছরে আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের দিক থেকে গোলাবর্ষণ, শেলিং বেড়েছে। এ ধরনের ৭০০-র বেশি হামলার খবর পাওয়া গিয়েছে যাতে ১৮ জওয়ান সহ ৩৮ জন নিহত, অসংখ্য মানুষ জখম হয়েছেন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -