বেআইনি ভাবে ভারতীয় চ্যানেল দেখালে ব্যবস্থা, হুঁশিয়ারি পাক মিডিয়া নিয়ন্ত্রক সংস্থার
Web Desk, ABP Ananda | 01 Sep 2016 01:54 PM (IST)
ইসলামাবাদ ও নয়াদিল্লি: ১৫ আগস্ট লালকেল্লার ভাষণে পাকিস্তানে ‘নিষ্পেষিত’ বালোচদের পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।আবার গতকালই বালোচদের বার্তা দিতে বালোচ ভাষায় অনুষ্ঠান করতে অনুমতি দেওয়া হয়েছে অল ইন্ডিয়া রেডিওকে।পাকিস্তানের নানা জায়গায় শোনা যাবে ভারতীয় বেতারের অনুষ্ঠান। সঙ্গে সঙ্গে পাল্টা হিসাবে পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রণকারী সংস্থা পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা) সে দেশের যে চ্যানেলগুলি বেআইনি ভাবে ভারতীয় চ্যানেলে সম্প্রচারিত কনটেন্ট দেখাচ্ছে বলে অভিযোগ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।পেমরা প্রধান আবসার আলম জানিয়েছেন, যেসব চ্যানেল লাগতার মডেল আচরণবিধি নিয়মিত ভাঙছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।কতটা ভারতীয় চ্যানেলের কনটেন্ট দেখানো যাবে, তার সীমাও বেঁধে দিয়েছে পেমরা। আবসার বলেছেন, যেসব চ্যানেল প্রয়োজনীয় অনুমতি, লাইসেন্স পেয়েছে, শুধু তারাই বিদেশি চ্যানেলের কনটেন্ট দেখাতে পারে। ১৫ অক্টোবর থেকে পাক চ্যানেলগুলি মোট এয়ারটাইমের ৬ শতাংশের কম সময় ভারতীয় চ্যানেল থেকে কনটেন্ট নিয়ে সম্প্রচার করতে পারবে। বেআইনি ভাবে ভারতীয় চ্যানেলের কনটেন্ট দেখানো টিভি চ্যানেলগুলিকে ৪৫ দিনের সময়সীমা দিয়েছেন তিনি।সময়সীমার পর থেকে নিয়ম লঙ্ঘিত হলেই কঠোর সাজা দেওয়া হবে বলে জানিয়েছেন।আবসার বলেন, আমি আবেদন করছি, বেআইনি ভাবে ভারতীয় চ্যানেল ব্যবহার করা বন্ধ করুন।কেননা এটা সম্পূর্ণ আইনের পরিপন্থী কাজ, দেশের স্বার্থেরও পরিপন্থী।